Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীন গণমাধ্যমের কাছে জনগণের প্রত্যাশা হলো সততা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ সাংবাদিকতা। এক্ষেত্রে ফটো সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।ফটো সাংবাদিকরা অনেক ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করে থাকেন, সত্যকে উপস্থাপন করেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

মঙ্গলবার দুপুর ১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধু ও রুপসীবাংলা আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ও সম্মাননা প্রদান উপলক্ষে এ আয়োজন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে আরও ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু ও রুপসীবাংলা আহ্বায়ক মঈনুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কাজল হাজরা ও শিল্পকলা একাডেমির সচিব মো. আছাদুজ্জামান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ মে  ২০২২ /এমএম