Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২১’-এর ২৩তম আসরে তিনি স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। ক্যারিয়ারে প্রথমবার কোনো বড় পুরস্কারের জন্য তিনি মনোনয়ন পেয়েছিলেন এবং প্রথম মনোনয়নেই জিতলেন পুরস্কার।

ওটিটি প্ল্যাটফর্ম চরকির স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘তিথির অসুখ’-এ অভিনয়ের জন্য পুরস্কারটি পেয়েছেন ফারিণ। তবুও আফসোসে পুড়ছেন অভিনেত্রী। এই পুরস্কারপ্রাপ্তিতে তিনি খুশি, সেই সঙ্গে আফসোসও করছেন। ফারিণ বর্তমানে তার প্রথম সিনেমার কাজে যুক্তরাজ্য রয়েছেন। সেখান থেকেই দেশের গণমাধ্যমকে জানালেন তার খুশি ও আফসোসের কথা।

ফারিণের কথায়, ‘পুরস্কার পেয়ে যেমন খুশি লেগেছে, তেমন আফসোসও হয়েছে। আফসোস হওয়ার কারণ, গুণী মানুষের হাত থেকে হলভর্তি মানুষের সামনে নিজ হাতে পুরস্কারটা নিতে পারলাম না। এটি একটি সুন্দর ছবির ফ্রেমও হতে পারতো। কিন্তু হলো না। আফসোস।’

ফারিণ আরও জানান, পুরস্কার পাওয়ার পর অভিনয়শিল্পী শবনম ফারিয়া, তৌসিফ, জোভান, সংগীতশিল্পী ইমরান, পরিচালক শিহাব শাহিনসহ তার অনেক সহকর্মীরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। অভিনেত্রী জানান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তার দেশে ফেরার কথা আছে। এরপর এই পুরস্কার প্রাপ্তি উদযাপন করবেন।

এই অভিনেত্রী বর্তমানে যুক্তরাজ্যে যে ছবিটির শুটিংয়ে ব্যস্ত, সেটি পুরোপুরি ভারতীয়। অর্থাৎ, ভিনদেশি ছবি দিয়ে ফারিণের চলচ্চিত্র যাত্রা শুরু হচ্ছে। নাম ‘আরও এক পৃথিবী’। এটি পরিচালনা করছেন অতনু ঘোষ। এই পরিচালকের নির্দেশনায় ‘বিনিসুতোয়’ এবং ‘রবিবার’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী জয়া আহসান।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছাতে তিনি অভিনযয়ে আসেন বলে শোনা যায়। ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন ফারিণ। একই বছর ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে।

ফারিণ অভিনীত অন্য নাটকগুলোর মধ্যে ‘দৌড়া বাজান’, ‘টাপুর-টুপুর’, ‘পুলিশ একজন মানুষ’, ‘চারকাহন’, ‘ফেয়ার ইন লাভ’, ‘সরি স্যার’, ‘ফার্স্ট ইয়ার ডেম কেয়ার টু’, ‘কমলা রঙয়ের রৌদ’, ‘এই মন তোমারই’, ‘মেড ফর ইচ আদার’, ‘আমি ব্রেকআপ চাই’, ‘যে শহরে টাকা উড়ে’, ‘পাশের বাড়ির মেয়ে’, উল্লেখযোগ্য। এছাড়া একাধিক ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ মে  ২০২২ /এমএম

 


Array