Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  চোখের যত্ন নিতে আমাদের নানা প্রচেষ্টা। আর চোখের যত্নে চশমা একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষত সারাদিন চশমা চোখে এঁটে রাখলে চশমার দিকে মনোযোগ না রাখাটাই স্বাভাবিক। তবে চশমার যত্ন না নিলে কদিনেই গ্লাসে ধুলো জমতে পারে। বিশেষত গরমে ঘাম বা বাষ্পে যেমন গ্লাসে দাগ পড়ে তেমনই বৃষ্টির দিনেও তার আশঙ্কা থাকে।কিন্তু চশমার যত্ন নিবেন কিভাবে? খুব সহজ। একটুখানি মনোযোগেই চশমার গ্লাস থাকবে স্বচ্ছ। রইলো চশমার যত্ন বিষয়ক কিছু সহজ টিপস:

চশমার যত্ন
একটুখানি মনোযোগেই চশমার গ্লাস থাকবে স্বচ্ছসবসময় কাপড়ের টুকরো সঙ্গে রাখুন চশমা কেনার সময় বক্সের সাথে সবসময় একটি কাপড় দেওয়া হয়। কাপড়টি সবসময় সঙ্গে রাখুন বিভিন্ন সময়ে কাপড়টি বের করে চশমার ফ্রেম এবং গ্লাস ভালোভাবে মুছে নিন। এতে আপনার চশমায় লেগে থাকা ধুলোবালি সহজেই পরিষ্কার হয়ে যাবে।

চশমা খোলার নিয়ম
চশমা খোলার সময় আমরা অনেকেই একটি ফ্রেম ধরে খুলে ফেলি। এমনটা করলে চশমার ডাঁট আস্তে আস্তে ঢিলে হতে থাকে। ফলে চশমা অনেক সময় ঝুলে যায়। তাই চশমা খোলার সময় দুটো ফ্রেম একসাথে ধরে খুলুন।

চশমা
চশমা পরিষ্কারে কখনো টিস্যু ব্যবহার করবেন না

ঠিকভাবে চশমা গুটিয়ে রাখুন

অনেকেই ঠিকঠাক চশমা গুটিয়ে রাখতে জানেন না। মূলত চশমার বাম ডাঁট আগে ভাজ করে ডান ডাঁটটি ভাজ করতে হয়। উল্টো করলে সমস্যা নেই। তবে এভাবেই দুটো ডাঁট ভাজ করে চশমা বানানো হয়।

টিস্যু দিয়ে চশমা মুছবেন না
চশমা পরিষ্কারে কখনো টিস্যু ব্যবহার করবেন না। এতে চশমার গ্লাসে দাগ পড়তে পারে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২২ মে  ২০২২ /এমএম