Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ কুয়েতের ৭নম্বর রিং রোডে একটি আবর্জনার ট্রাক উল্টে ২ জন প্রবাসী বাংলাদেশী নিহত হয়। এতে আরও একজন বাংলাদেশী গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরব টাইমসদেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানিয়েছে, নিহত বাংলাদেশী ২ জনের পরিচয় জানা গেলেও আহত ১ জনের পরিচয় জানা যায়নি। নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার মো. বিল্লাল উদ্দিনের ছেলে আবদুল খালেক (৩৭), জামালপুরের সরিষাবাড়ির মো. মোমেনের ছেলে মো. মতিন (৪৫)।

জানা গেছে, ঘটনাস্থলে বাংলাদেশী শ্রমিকরা বর্জ্য-আবর্জনা ফেলার কাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে কুয়েত ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং ২ জন বাংলাদেশী নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। ফায়ার সার্ভিস জানায়, নিহত ২ জন বাংলাদেশীকে কুয়েত ফরেনসিক বিভাগে রাখা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩০ এপ্রিল ২০২২ /এমএম