Menu

একটা ভালোবাসার কথা,

কেমন যেন থাকলো রয়ে

বুকের মাঝে ব্যথা।

একটা প্রেমের উপাখ্যান,

স্রোতস্বিণী গেলোই বয়ে

ছাড়লো না সে ধ্যান।

একটা গল্প দিয়ে শুরু,

গোলাপ পাপড়ি ঘ্রাণ ছড়ালো

থাকলো পরে পুরো।

একটা গানের হলো সুর,

প্রেমটা ভাবে দু’জন মিলে

যাবে কতদূর!

একটা রাগের আকাশ নীল,

ছন্দ লয়ে এগোচ্ছে না

হলো না তো মিল।

একটা বিলাবল ভৈরবী,

আশাবরী খাম্বাজ ছেড়ে

কল্যাণে পূরবী।

একটা অসময়ের তান,

তানপুরাটা দারুণ রাগী

হচ্ছে না তো গান।

একটা পেন্সিল বাঁকা ঠোঁটে,

বখাটে সব ছবিগুলো

বিশ্রী ভেংচি কাটে।

একটা ইচ্ছের পরবাস,

একাকীত্বের অট্টহাসি

একটা দীর্ঘশ্বাস।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ এপ্রিল ২০২২ /এমএম