প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে বেশ কিছুদিন ধরে। এই পরিপ্রেক্ষিতে দ্রব্যমূল্য পরিস্থিতি ও বাজার পর্যালোচনার জন্য জরুরি বৈঠকে বসেছেন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালঅ সহ চার মন্ত্রী রয়েছেন।আজ রবিবার বিকাল চারটার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বসেছে এ বৈঠক।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অংশ নিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।মন্ত্রিপরিষদ-সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজপি) বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ মার্চ ২০২২ /এমএম





