Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পাঠকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো বইমেলায়। ছুটির দিন ছাড়াও সপ্তাহের বাকি দিনগুলোতে তাদের আনাগোনায় মুখর থাকছে মেলা প্রাঙ্গণ। রোববার বইমেলায় তেমনটাই দেখা গেল।তবে আগের সপ্তাহের সাধারণ দিনগুলোর তুলনায় এদিনের ভিন্নতা হলো, বইয়ের বিক্রিও এখন বেশ ভালো। বেশিরভাগ প্রকাশকই এই বিষয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন।ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে আজ বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ : বহুমাত্রিক পরিপ্রেক্ষিত’-শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেবেন মো. নজরুল ইসলাম খান ও মনজুরুল আহসান বুলবুল। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।রোববার বিকাল থেকে রাত পর্যন্ত অসংখ্য মানুষের আগমন ছিল বইমেলায়। তবে সে তুলনায় ক্রেতা অনেক না হলেও বইয়ের বিক্রির ধারা চলমান ছিল।

আগে মেলায় অনেকে ঘুরে বেড়ানো বা শুধুই আড্ডার জন্য এলেও এখন যারা মেলায় আসছেন তারা বই কেনার বিষয়টাকেও মাথায় রাখছেন। পুথিনিলয়ের প্রকাশক শ্যামল পাল বলেন, বইয়ের বিক্রি ভালো।করোনা পরবর্তী সময়ে পাঠকরা বইমেলাকে গ্রহণ করেছেন এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। মানুষ যে বইকে ভালোবাসে, বইয়ের সঙ্গে থাকতে পছন্দ করে-তা দেখে আমরা মুগ্ধ। বইয়ের বিক্রি সবসময় বড় বিষয় নয়।

মানুষ বইয়ের সঙ্গে আছে কিনা সেটাই বড় ব্যাপার। যিনি মেলায় আসছেন তিনি হয়তো আজ বই না কিনলেও আগামীকাল কিনবেন। সেদিক থেকে বলতে গেলে, বইয়ের সঙ্গে মানুষের থাকার একটি আবহ তৈরি হচ্ছে দেশে।অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাত হোসেন বলেন, বেচা-বিক্রিতে আমরা সন্তুষ্ট। আশা করছি সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।

নতুন বই : রোববার বইমেলায় নতুন বই এসেছে ৪৬টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে অন্যপ্রকাশ থেকে প্রকাশ হয়েছে ড. মোহাম্মদ আলমগীর আলমের ৫টি বই। যার মধ্যে ‘গল্পের জীবন, জীবনের গল্প’ অন্যতম। বইতে সমকালীন প্রেক্ষাপটে লেখা ২০টি ছোটগল্প স্থান পেয়েছে।

বইটির মুখবন্ধ লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে দশটি গল্প নিয়ে মো. সাঈদ মাহাদী সেকেন্দারের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘প্রেয়সী’।অন্যধারা থেকে প্রকাশ হয়েছে সাইমন জাকারিয়ার ভূমিকা, সংকলন ও গ্রন্থনে ‘পুথিকাব্য : বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বইটিতে বাংলাদেশ ও ভারতে রচিত ও পরিবেশিত ও প্রকাশিত বঙ্গবন্ধুকে নিয়ে পুথিকাব্য সংকলিত হয়েছে।

আগামী থেকে প্রকাশ হয়েছে মাহবুবুল হক রচিত ‘নজরুলকে নিয়ে’। ঐতিহ্য থেকে এসেছে আতিউর রহমানের বঙ্গবন্ধুবিষয়ক ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক মুক্তির সংগ্রাম’, জাকারিয়া পলাশের অর্থনীতি বিষয়ক ‘পাটশিল্পের ইতিহাস’, জান্নাতুল নাঈম পিয়ালের অনূদিত ‘নারীর কলমে নারী’, খালেদ চৌধুরীর গল্প ‘পাঁচ ফুট ৯ ইঞ্চি’, আগামী প্রকাশনী থেকে সাজ্জাদুর হাসানের সম্পাদনায় বঙ্গবন্ধুবিষয়ক বই ‘বাঙালির পিতার নাম : শেখ মুজিবুর’, স্বরবৃত্ত প্রকাশনা থেকে সুবর্ণা দাসের উপন্যাস ‘মা আমিও তারা হবো’, মূর্ধন্য থেকে গীতালি বারের উপন্যাস ‘বুদ্ধজায়া’।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ মার্চ  ২০২২ /এমএম


Array