Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ সাংবাদিকরা যেই দল-মতেরই হোক কল্যাণ ট্রাস্টের সহায়তা পাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যারা প্রেসক্লাবে বসে বা সামনে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেন তারাও এই সহায়তা পাচ্ছেন, পাবেন। কল্যাণ ট্রাস্ট আমরা সব সাংবাদিকদের জন্যই করেছি।ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভায় তথ্যমন্ত্রী একথা বলেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকবান্ধব ছিলেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যাও সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের দাবি ছিল কল্যাণ ট্রাস্ট, সেটা করা হয়েছে। প্রধানমন্ত্রী ট্রাস্টে ২০২১ সালে ১০ কোটি টাকা দিয়েছেন। এই বছরও চার কোটি টাকা এসেছে। সাংবাদিকদের মধ্যে যারা সহায়তা পাওয়ার যোগ্য আগামী ঈদের আগে চেষ্টা থাকবে বেশির ভাগ টাকা তাদের দিয়ে দেওয়ার।’

এসময় তথ্যমন্ত্রী জানান, করোনাকালে সরকার যেমন সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে তেমনি দল হিসেবে আওয়ামী লীগও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে। আর যারা সরকারের সমালোচনা করেন, তারা কেউ আসেনি।দেশের সব সংবাদমাধ্যমকেই নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘নবম ওয়েজ বোর্ড তেমন কেউই বাস্তবায়ন করেনি, কিন্তু এটা সবাকে বাস্তবায়ন করতে হবে। আর যারা বাস্তবায়ন করবে না সেইক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি করা যায় সেটা ভেবে দেখা হবে।’

ডিইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সাংবাদিক নেতারা গণমাধ্যমকর্মী আইন উদ্বেগ প্রকাশ করেন। এবিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন নিয়ে ভুল বোঝাবুঝির সুযোগ নেই। এই আইনটি সংসদীয় কমিটিতে যাওয়ার পর পরিবর্তন পরিমার্জন সবই করা যাবে৷ সাংবাদিকদের স্বার্থ সুরক্ষা যেভাবে হয় সেভাবেই আইনটি করা হবে৷’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ মার্চ  ২০২২ /এমএম