Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বিদায় নিচ্ছে মাঘ। চার দিন পরেই ফাল্গুন-বসন্ত। শীতকালের শেষ সময়ে দেশ জুড়ে মুষলধারে বৃষ্টির পরপরই শৈত্যপ্রবাহকে জলবায়ুর বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন আবহাওয়াবিদরা। গত চার বছর ধরে চলছে এই আবহাওয়ার পরিবর্তনজনিত খেয়ালীপনা। বিদায় বেলায়ও শীতের কামড় অব্যাহত। মাঘের বৃষ্টির পর দেশের বিভিন্ন জেলায় শীত ঘিরে রেখেছে। আগামীকাল-পরশু আবারও শীত নামতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব আমরা দেখছি। গত চার বছর যদি আমরা খেয়াল করি, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এবং ২০২০ সালের জানুয়ারিতে অস্বাভাবিক বৃষ্টি হলো। ২০২১ সালে ডিসেম্বরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর গত শুক্রবার যে বৃষ্টি হয়েছে, তা অস্বাভাবিক। আবার শৈত্যপ্রবাহ চলছে। এর অর্থ ওয়ার্মিং কন্ডিশনের যে প্রভাব, তা শীতের মধ্যেও পড়ছে। এবার শীতের শেষলগ্নে বিরাট প্রভাব ফেলেছে পশ্চিমা ঝঞ্ঝা। যার জেরে বৃষ্টি হয়েছে। ভরা মাঘে অকাল বর্ষণ দেখতে হয়েছে।’

আবহাওয়ার পূর্বাভাস বলছে, গতকাল মঙ্গলবার থেকেই শীতের আমেজ ধীরে ধীরে উধাও হতে শুরু করেছে। বাড়ছে তাপমাত্রার পারদ। আগামী ১০-১১ ফেব্রুয়ারি আবারও বৃষ্টি হতে পারে। তখন নামতে শুরু করবে পারদ। তারপর ফিকে হবে শীতের আমেজ। সোয়েটার-কম্বলেরও দিন শেষ হবে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, কয়েক দিনের মধ্যে বৃষ্টি হতে পারে, এর পরে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহের পরিস্থিতি হ্রাস পাবে। তিনি বলেন, দেশের ছয়টি জেলা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। জেলাগুলো হলো—দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার। কানাডার সাচকাচুন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, প্রায় সব আবহাওয়া পূর্বাভাস মডেল আজ বুধবার রাত ৩টার পর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা নির্দেশ করছে।

আমেরিকার আবহাওয়া পূর্বাভাষ মডেল পূর্বে খুলনা বিভাগের ওপর দিয়ে বৃষ্টিপাতের মূল অংশ যাওয়ার কথা নির্দেশ করলেও সর্বশেষ পূর্বাভাস অনুসারে এই মডেলও ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের মতো রাজশাহী বিভাগের ওপর দিয়ে অতিক্রম করার কথা নির্দেশ করছে। গত ২৪ ঘণ্টায় ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল নির্দেশ করছে যে প্রায় পুরো রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে আজ বুধবার দিবাগত মধ্য রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ