Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পশ্চিম বাংলার খ্যাতিমান গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় করোনামুক্ত হয়েছেন। ৯০ বছর বয়সে মহামারি ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে নিয়ে চিকিৎসকদের মাথায় চিন্তার ভাঁজ ছিল। তবে সোমবার অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিংবদন্তি গায়িকা করোনামুক্ত হয়েছেন।

এদিন সন্ধ্যার শারীরিক অবস্থার উন্নতির কথাও জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে। তার অঙ্গগুলোর সক্রিয়তাও আগের চেয়ে অনেকটাই সন্তোষজনক।গত মাসের ২৭ জানুয়ারি প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। সেদিন সকাল থেকে প্রবীণ এই গায়িকার শ্বাসকষ্ট শুরু হয়। করা হয় করোনা টেস্ট। রিপোর্ট পজিটিভ এলে শিল্পীকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

৯০ বছর বয়সী সন্ধ্যার যেহেতু হৃদযন্ত্রের সমস্যা ছিল, তাই কোনো প্রকার ঝুঁকি নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই বয়সজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। কিছুদিন আগে বাথরুমে পড়ে কোমরে চোট পান সন্ধ্যা। তারপর থেকেই অসুস্থতা বাড়ে।চিকিৎসকরা জানিয়েছেন, সন্ধ্যা করোনামুক্ত হলেও তার ফুসফুসের সংক্রমণ পুরোপুরি সারেনি। রয়েছে বয়সজনিত অন্যান্য শারীরিক জটিলতা। ঊরুর হাড়ও ভাঙা। তাই তাকে অপারেশন করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেন সাপোর্ট ছাড়াই অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে সংগীতশিল্পীর। রাইলস টিউব ছাড়াই খাবার খাচ্ছেন তিনি। কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর যে মারা গেছেন, অসুস্থতার কারণে সেই খবর নাকি এখনও জানানো হয়নি সন্ধ্যাকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৮ ফেব্রুয়ারি  ২০২২ /এমএম


Array