Menu

আসছে লাইলি-মজনুর প্রেমকাহিনি

বাংলানিউজসিএ ডেস্ক :: উপমহাদেশীয় মুসলিম সমাজে কালজয়ী হয়ে গেছে ‘লাইলী ও মজনু’ এই চরিত্র দুটি। স্বর্গীয় প্রেমের প্রতীক মানা হয় এই জুটিকে। অধরা প্রেমের এক বিয়োগান্ত গাঁথা এ কাব্যের ইতিহাস সবারই জানা।তারই আদলে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমর প্রেম’। অমর প্রেমকাহিনির এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা শ্রাবণী ফেরদৌস।

সম্প্রতি পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়। লাইলি ও মজনুর প্রেমকাহিনির আদলে ভিন্ন গল্প ভাবনা ও মোড়কে এই অমর জুটি হয়ে এসেছেন নতুন মুখ লরেন ও জাকিরমানুষের প্রেমের দৈর্ঘ্য হয়তো ৫ ঘণ্টা বা ৫০ বছর থাকতে পারে, কিন্তু একটি যুগল যখন সেই প্রেমটার জন্য কিছু ত্যাগ করে সেটি মহান হয়ে উঠে। সেটি কখনো ১ সেকেন্ডেরও হতে পারে কিংবা ৫ মিনিটেরও হতে পারে।’আসছে ঈদকে সামনে রেখেই নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। ঈদের আগেই অনলাইন প্লাটফর্মে প্রকাশ করা হবে।

বাংলানিউজসিএ/ঢাকা / ০৮ জুলাই ২০১৯/ এমএম


Array