Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও দমে যাননি ব্রাহ্মণবাড়িয়ার হেদায়েতুল আজিজ মুন্না। নানা প্রতিকূলতাকে সঙ্গে নিয়েই নিজের অদম্য ইচ্ছাপূরণে এগিয়ে চলছেন মুন্না। হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে করেছেন বিশ্বজয়। প্রতিবন্ধীদের কল্যাণে ও সামাজিক কর্মকাণ্ডে আত্মনিয়োগের মাধ্যমে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননাও পেয়েছেন তিনি। এবার ভিন্ন এক ইতিহাস গড়ার সুযোগ পেলেন মুন্না। দেশের বেসরকারি টেলিভিশনে হুইল চেয়ারে দেশের প্রথম সংবাদ উপস্থাপক হিসেবে অভিষেক হলো তার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিজয় দিবসের রাতে এসএ টিভিতে সংবাদ উপস্থাপনা করেন মুন্না।

টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলস্রোতে যুক্ত করতেই তাদের এমন উদ্যোগ।বৃহস্পতিবার হুইল চেয়ারে বসে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভির পর্দায় সকাল ১১টার নিউজ আপডেট পড়েন হেদায়তুল আজিজ মুন্না।

ব্যতিক্রমী আয়োজনটির বিষয়ে এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শারিরীক প্রতিবন্ধীদেরকে যেন কেউ অবহেলার চোখে না দেখে, তারা যেন সমাজে ভূমিকা রাখতে পারে এবং অন্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকে সেসব দিক থেকেই আমরা গণমাধ্যমে প্রথমবারের মতো এমন উদ্যোগ গ্রহণ করেছি।”

ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সম্পৃক্ত করে এসএটিভি আরও উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি জানান।এদিকে টেলিভিশন পর্দায় সংবাদ পাঠ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শারিরীক প্রতিবন্ধী হেদায়তুল আজিজ মুন্না। উচ্ছ্বসিত কণ্ঠে মুন্না বলেছেন, এসএটিভি পরিবারকে স্যালুট জানাই এমন একটি উদ্যোগ গ্রহণ করায়। আশা করি সামনের দিনগুলোতে প্রতিবন্ধীদের কল্যাণে আরো নতুন নতুন উদ্যোগ নেবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ