Menu

সোহানুর রহমান সোহান

তুমি আমার রক্তে মিশে আছো!
তুমি আমার আনন্দে জেগে আছো!
তুমি আমার মায়ের দুই চোখে আজও ভেসে আছো!
তুমি বাংলার আকাশজুড়ে আজও ছড়িয়ে আছো!

স্বাধীনতা!
তুমি মা হারা সন্তানের প্রাণ ভরা কান্না,
তুমি লাখো শহিদের জ্বালাময়ী সেই রক্তের বন্যা,
তুমি সাত কোটি মানুষের চাওয়া,
তুমি ত্রিশ লাখ বাঙালির জীবন দিয়ে পাওয়া।

স্বাধীনতা!
তুমি লাখো বীরের প্রাণ,
তুমি লাখো শহিদের দান,
তুমি আমার বোনের দুই চোখের নিরব সেই মুক্তির গান।

স্বাধীনতা!
তুমি আমায় গর্বিত করেছ।
তুমি আমায় বীর বাঙালিতে ভূষিত করেছ।
তুমি আমায় অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করেছ,
তুমি আমায় সংগ্রামী করে তুলেছ।

স্বাধীনতা!
আজ তোমার জন্যই লাল-সবুজ পাওয়া,
আজ তোমার জন্যই স্বাধীন আমার সব চাওয়া।

স্বাধীনতা!
আজ তোমার জন্যই সকাল-সন্ধ্যায়;
রক্ত ছাড়া বলতে পারা,
মাতৃভূমির মাতৃভাষা!

আজ তোমার জন্যই সকাল-সন্ধ্যায়;
রক্ত ছাড়া বলতে পারা,
জয় বাংলা! জয় বাংলা!

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array