বাংলানিউজসিএ ডেস্ক :: আইন বিটের সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সঙ্গে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।সংগঠনের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন এলআরএফের সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ ও হাসপাতালের পক্ষে ডিএমডি মো. আলতাফ হোসেন।সোমবার সকালে ল’রিপোর্টার্স ফোরামের নিজস্ব কার্যালয়ে এ চুক্তি সম্পাদিত হয়।
এই স্বাস্থ্য সেবা চুক্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন।
সংগঠনের সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ এতে সভাপতিত্ব করেন।পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পদক নাজমুল আহসান রাজু। এ সময় বক্তব্য রাখেন ল’রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য মিজান মালিক।
উপস্থিত ছিলেন ফোরামের সহসভাপতি হিরা তালুকদার, সাংগঠনিক সম্পদক মনজুর আহমেদ, সাবেক সভাপতি এম বদিউজ্জামানসহ সংগঠনের সদস্য ও নির্বাহী কমিটির অন্যন্য কর্মকর্তারা। পরে ল’রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন ও ফোরমের প্রতিষ্ঠাতা সদস্য মিজান মালিকের রক্ত ও প্রেসার পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে এই হেলথ ক্যাম্প।
ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে এই ক্যাম্প পরিচালিত হয়।সমঝোতা চুক্তি অনুযায়ী এলআরএফ’র সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কিডনি সক্ষমতা, ডায়াবেটিস ও রক্তচাপসহ প্যাথলজি পরীক্ষায় ৪০ ভাগ কমিশন পাবেন।
বাংলানিউজসিএ/ঢাকা / ০২ জুলাই ২০১৯/ এমএম