Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ হাঁটার অভ্যাস যাদের নেই তারা হঠাৎ বেশি সময় হাঁটলে হাঁপিয়ে ওঠাটা স্বাভাবিক। কিন্তু যারা নিয়মিত হাঁটেন, তাদেরও অনেক সময় এই সমস্যা দেখা দেয়। বিষয়টি নিয়ে অনেকে হেলাফেলা করেন, গুরুত্ব দেন না। এমনটি করা অনুচিত।সহজে হাঁপিয়ে ওঠা বা পরিশ্রান্ত হওয়ার প্রধান কারণ হৃদরোগ। যাদের বয়স ৪০ বছর বা তার চেয়ে বেশি তারা যদি অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠেন, তবে ৯০ শতাংশের ক্ষেত্রেই তা হৃদরোগের কারণে ঘটে থাকে। বাকি ১০ শতাংশের কারণ হচ্ছে— রক্তশূন্যতা, কিডনি ফেইলুর, অতিমাত্রায় বাতজনিত অসুস্থতা, ফুসফুসের অসুস্থতা, লিভার ফেইলুর, ক্যান্সারজাতীয় অসুস্থতা এবং ক্যান্সার চিকিৎসায় গৃহীত ক্যামোথেরাপি ও রেডিওথেরাপি।

হাঁটতে গেলে মানুষ কেন হাঁপিয়ে ওঠে? এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফউল্লাহ।এর প্রথম কারণ হচ্ছে— ব্যক্তি পরিশ্রম করার জন্য তার শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা বিশ্রামকারের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পায়। একজন ব্যক্তি বিশ্রামকালীন যতটুকু অক্সিজেনের প্রয়োজন হয়, পরিশ্রমকালে সেই অক্সিজেনের চাহিদা পরিশ্রমের মাত্রার ওপর ভিত্তি করে ৫ গুণ, ১০ গুণ, ২০ গুণ অথবা ক্ষেত্রবিশেষে ৩০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে (খেলোয়াড়দের)।
অক্সিজেনের এরূপ বর্ধিত চাহিদা মেটাতে হার্টকে আনুপাতিক হারে ৩০ গুণ পর্যন্ত রক্ত পাম্প করতে হয়।

হার্ট যখন চাহিদা মোতাবেক রক্ত পাম্প করতে অসমর্থ হয়, তখন ব্যক্তি হাঁপিয়ে ওঠেন। যদি কারও হার্ট দুর্বল হয়ে যায়, তবে ব্যক্তি অল্প পরিশ্রমে হাঁপিয়ে উঠবেন, এটিই স্বাভাবিক।বিশেষ ক্ষেত্রে আপনার হার্ট সবল রাখার পরও আপনি হাঁপিয়ে উঠতে পারেন যেমন- অতিমাত্রায় রক্তশূন্যতা, হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের আধিক্য, অনেকে সহজে হাঁপিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আরও কিছু অসুবিধায় আক্রান্ত হয়ে পড়েন। যেমন পরিশ্রমকালীন শরীর অত্যধিক ঘেমে যাওয়া, কখনও কখনও মাথা ঘোরা।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ ডিসেম্বর  ২০২১ /এমএম