Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইতালি আওয়ামী লীগ। দেশটির রাজধানী রোমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ফকির ও পরিচালনা করেন শোয়েব দেওয়ান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দীন মোহাম্মদ, লুৎফর সরদার, শাহজাহান মোহাম্মদ, আব্দুর রশিদ, হান্নান মোল্লা, শাহজাহান মুন্সী, আলী আজম, আওয়ামী নেতা জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দিন চৌধুরী, আমিন বেপারী, মাসুদুর রহমান সিদ্দিকী, রাজীব রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় চার নেতা আমাদের দেশের সূর্য সন্তান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার ঠিক আড়াই মাসের মধ্যেই এই চার নেতাকে কারাগারের কঠোর নিরাপত্তার মধ্যে হত্যা করা হয় তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বক্তারা তাদের যারা হত্যা করেছে সেই খুনিদের দেশে এনে বিচারের দাবি জানান।অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ নভেম্বর  ২০২১ /এমএম