Menu

রাত্রি গভীর, নিয়ন আলোয়

ফুটপাতে শুয়ে শিশু রাত্রী করছে পার,

কুকুরের পেট বালিশ করেছে

দেখছে কি যিশু?

শীতল হাওয়া ঠান্ডায় ক্ষুরধার।

রাত্রি গভীর, রাস্তার বুকে

চলছে গাড়ি, জ্বলছে আলো

রঞ্জকে সমাহার,

ওভার ব্রিজে মায়ের কোলে

জড়িয়ে ঘুমন্ত শিশু

আদরের কী বাহার!

রাত্রি গভীর, রঙিন অধরে

খেঁজুর বাগানে কুলটার সারি

মেতেছে সাঙ্গ লীলায়,

মিটি-মিটি করে হাসছে সিতারা

উঁকি মেরে ভানু পড়ছে লুকিয়ে

পেছনের মেঘ মালায়।

জীবনের দানে, পেটের টানে

দৌড় করে ওরা, পায়না ঠাঁই

—করে কত ছন্দ,

রাজার বেটাদের ইন্ধনে নেচে

চলছে জীবন, ধুঁকছে সবে

করো না কেউ গালমন্দ।

এটাই হলো শহর ঢাকা

বাহান্ন বাজার, তেপ্পান্ন গলির

সাত রঙে রাঙা রূপ,

অবহেলিতের পাশে নেই কেউ

লুটে নেয় মজা, হয়েছে বধির

সব হয়ে থাকে চুপ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ নভেম্বর  ২০২১ /এমএম