Menu

কিরণ বনিক শংকর

মস্ত বড় স্বপ্ন ছিল খোকা অনেক বড় হবে,
লাল টুকটুকে বউ এনে আমায় ছুটি দেবে।

অনেক কষ্টে করেছি বড়, বুকে আগলে রেখে,
খোকা যে আমারই সন্তান মনে হয়না দেখে।

আমার সেই জীর্ন শাড়ী, কংকালসার দেহ,
বৌমা চায় না আমি যে মা তা জানুক কেহ।

শহর থেকে আসে খোকা মস্ত গাড়ী করে ,
দামি পোষাক ময়লা হবে তাই ঢুকে না ঘরে।

সাধ হয় খোকাকে একটু বুকে জড়িয়ে ধরি,
না পারার ভীষন কষ্টে শুধুই যে কান্না করি।

কাজের মেয়ে ছুটি গিয়েছে,খোকা আমায় বললো,
দিন পনেরো আমার বাসায় থাকবে তুমি চলো।

বস্তা পেতে মেঝেতে আমি শুয়েছি খোকার ফ্ল্যাটে,
কেউ ছিল না শোবার তখন সাজানো অন্য দুটি খাটে।

বউমা আমার কুকুর পোষে তাদেরও আছে বিছানা
খোকাকে একটু খাইয়ে দিবো তাও আজ পারি না।

কঠিন ব্যামো পেয়েছে মোরে সাধ্যি কোথায় চিকিৎসার,
খোকার অর্থ ব্যয় হবে তাই বলছি না তাকে কিছুই আর।

বুড়ো মা আর আছি কদিন ফুরিয়েছে আমার প্রয়োজন,
ড্রাইভার,চাকর দারোয়ান আর পার্টি এই খোকার জীবন।

খোকারও দুটি সন্তান ওরা মানুষ যেন হয়,
আমার খোকার শেষ বয়সে ওরা সংগে যেন রয়।।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ অক্টোবর  ২০২১ /এমএম

 


Array