Menu

দুর্ঘটনার কবলে চিত্রনায়িকা বুবলী অতঃপর…

বাংলানিউজসিএ ডেস্ক :: বেশ কয়েকদিন আগেই শুরু হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং। ছবিতে জুটি বেঁধেছেন শাকিব খান ও বুবলী।

গত মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর ইমপালস হাসপাতালে দুপুর থেকে চলছিল ছবির শুটিং। সেখানেই মাথায় আঘাত পেয়ে দুর্ঘটনার কবলে পড়েন চিত্রনায়িকা বুবলী।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইমপালস হাসপাতালের জরুরী বিভাগের গেটে এমন ঘটনা ঘটে। হাসপাতালের জরুরী বিভাগে অসুস্থ বুবলীকে কাঁধে করে নিয়ে আসবেন শাকিব খান। এমন দৃশ্য ধারণ কীতে গিয়ে গেট দিয়ে ঢোকার সময় শাকিব খানের কাঁধ থেকে গ্লাসে দরজা ঠেলে ভেতরে আসার সময় বুবলী মাথার বাম পাশে আঘাত পান।এরপর ব্লিডিং শুরু হলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা দেন। তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ রাখা হয়।

চিকিৎসক জানান, বুবলীর বাম কানের উপরে দরজার স্টিলের সঙ্গে ধাক্কা লাগে। সামান্য ফেটে যাওয়ায় রক্তপাত হয়। মাথায় কিছু অংশ ফুলে গেছে। তখন সেখানে শাকিব-বুবলী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক জাকির হোসেন রাজু, অভিনেত্রী সাবেরি আলম, নাজিবা বাশার প্রমুখ।‘মনের মতো মানুষ পাইলাম না’ প্রযোজনা করছেন দেশ মা‌ল্টিমি‌ডিয়া। এর সা‌র্বিক তত্ত্বাবধা‌নে আছেন যুবলী‌গ ঢাকা মহানগর দ‌ক্ষিণের সভাপ‌তি ইসমাইল চৌধুরী সম্রাট।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ জুন ২০১৯/ এমএম


Array