Menu

প্রসূতির প্রয়োজন ছাড়া সিজার বন্ধে হাইকোর্টে রিট

বাংলানিউজসিএ ডেস্ক :: সন্তান প্রসবের সময় প্রয়োজন ছাড়া প্রসূতির সিজার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই রিটটি দায়ের করেন।

ব্যারিস্টার সায়েদুল হক সুমন জানান, হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বিএমডিসিসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এই রিট দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারের ওপর সম্প্রতি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে গত দুবছরে শিশু জন্মের ক্ষেত্রে সিজারিয়ানের হার বেড়েছে ৫১ শতাংশ। প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয়েছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুন ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ