বাংলানিউজসিএ ডেস্ক :: বিশিষ্ট মুক্তিযোদ্ধা, নিউজার্সির প্লেইনসবোরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট এবং বুলেটস অব ৭১- এ ফ্রিডম ফাইটারর্স স্টোরি গ্রন্থের রচয়িতা ড. নুরুন নবীকে এবারের ওয়াশিংটন ডিসি বইমেলা সাহিত্য পুরস্কার-২০১৯ প্রদান করা হয়েছে।
সোমবার ওয়াশিংটন ডিসি বইমেলা-২০১৯ এ এই পুরস্কার প্রদান করা হয়। আমরা বাঙালি ফাউন্ডেশন বইমেলার আয়োজন করে।
এছাড়া প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান সাংবাদিক রোকেয়া হায়দারকে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননাও প্রদান করা হয়।
ড. নুরুন নবী ‘মুক্তিযুদ্ধ’ ও ‘বঙ্গবন্ধু’ বিষয়ে দু’টি ইংরেজিসহ মোট দশটি গ্রন্থ রচনা করেছেন। ২০১৭ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে বিশেষ অবদানের জন্য ড. নুরুন নবীকে বাংলা একাডেমির ফেলোশিপ প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের সাবেক শিক্ষক ও প্রথম সিনেটের নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ড. নুরুন নবী যুক্তরাষ্ট্রে কোলগেট পালমোটিভ কোম্পানির ‘কোলগেট টোটাল’ ব্র্যান্ড টুথপেস্টের আবিস্কারক। যুক্তরাষ্ট্রে ড. নবীর ৫০ টিরও অধিক পেটেন্ট রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী, সাংবাদিক ও সাহিত্যিক আনিসুল হক, ভয়েস অব আমেরিকার সাংবাদিক সরকার কবির উদ্দিন ও আনিস আহমেদ, কবি সৈয়দ আল ফারুক, কবি হুমায়ুন ঢালী, আমরা বাঙালি ফাউন্ডেশনের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক দেওয়ান আরশাদ আলী বিজয়, ডিসি বইমেলা-২০১৯ এর প্রধান সমন্বয়ক সামিনা আমিন ও সচিব দোস্তগির জাহাঙ্গীর।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৫ জুন ২০১৯/ এমএম