প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাপান থেকে ৫ম চালানে অ্যাস্ট্রাজেনেকা টিকার ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ বাংলাদেশে আসছে আজ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টিকা নিয়ে জাপান থেকে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।আজ শনিবার ঢাকায় পৌঁছাবে টিকা বহনকারী বিমানটি।জাপানে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
জাপান সরকার বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় তিন মিলিয়ন ডোজ টিকা দিতে চেয়েছিল। টিকার ৫ম চালানের মাধ্যমে মোট ৩ মিলিয়ন ডোজ ছাড়িয়েছে।টিকার চালানটি পাঠানোর সময় জাপানের নারিতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব শাহাবউদ্দিন।করোনা মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত সমর্থন এবং সহযোগিতার জন্য টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ আগস্ট ২০২১ /এমএম





