Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল এবং বর্ধিত যাত্রী চাহিদার প্রতিপ্রেক্ষিতে এমিরেটস এয়ারলাইন ইউরোপে তাদের ফ্লাইট কার্যক্রম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১৫ অক্টোবর থেকে যুক্তরাজ্যের নিউক্যাসেল-এ পুনরায় শুরু হচ্ছে এমিরেটস ফ্লাইট; সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল করবে।

অক্টোবরের শেষ নাগাদ যুক্তরাজ্যে পরিচালিত এমিরেসট ফ্লাইটের সংখ্যা দাঁড়াবে সপ্তাহে ৭৭টি- লন্ডন হিথ্রোতে দৈনিক ৬টি এয়ারবাস এ৩৮০ ফ্লাইট, ম্যানচেস্টার দৈনিক ২টি এ৩৮০ ফ্লাইট, বার্মিংহামে সপ্তাহে ১০টি, গ্লাসগোতে দৈনিক ১টি এবং নিউ ক্যাসেলে সপ্তাহে ৪টি। ইউএই এমাসের গোড়ার দিকে যুক্তরাজের অ্যামবার তালিকায় উন্নীত হবার ফলে দুবাই থেকে দেশটিতে আগত যাত্রীদের আর সরকার অনুমোদিত হোটেলে কোয়ারিন্টিনে থাকতে হবে না।

ঈাশাপাশি, ১০টি ইউরোপীয় শহরে ফ্লাইট সংখ্যা ও যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। শহরগুলোর মধ্যে রয়েছে বার্মিংহাম, বার্সেলোনা, ব্রাসেলস, ডাবলিন, হামবুর্গ, লন্ডন, লিসবন, মাদ্রিদ, মিউনিখ, রোম ও জুরিখ।৩১ অক্টোবর নাগাদ জার্মানীর ডুসেলডর্ফ, ফ্রাংকফুর্ট, হামবুর্গ এবং মিউনিখে সপ্তাহে ৫০টি ফ্লাইট চলাচল করবে। এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ আগস্ট ২০২১ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ