প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এ স্বাধীনতা যেন কখনোই ব্যর্থ না হয়। এই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে ও এ ধারা চলবে।এনইসি সম্মেলন কক্ষে বুধবার (১৮ আগস্ট) সকালে সচিব সভায় তিনি এ কথা বলেন। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকার প্রধান।এ সময় বর্তমান সরকারের লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের কোনো মানুষ অসহায় থাকবে না। তৃণমূলের মানুষের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য।
‘এরই মধ্যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সে পরিকল্পনাও আমরা নিয়েছি। যেমন প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান সেগুলো মাথায় রেখেই বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন যেন যথাযথ ভাবে হয়।’তিনি বলেন, ‘আমাদের একটাই লক্ষ্য, একেবারে তৃণমূল পর্যায়ের যে মানুষগুলো তারা যেন একটা উন্নত জীবন পায়। দারিদ্র্যর হাত থেকে যেন মুক্তি পায়। অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগটা যেন পায়।
‘বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও যেন এগিয়ে যেতে পারে, সেভাবে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তিটা আমরা তৈরি করেছি, এটাকে ধরেই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।’সাধারণত প্রতিবছর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবদের নিয়ে একটি বিশেষ সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গত চার বছরে নানা কারণে সভা হয়নি। সবশেষ সচিব সভা হয়েছিলো ২০১৭ সালে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ আগস্ট ২০২১ /এমএম





