Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (১১ আগস্ট) তার ব্যাংক সব হিসাবের তথ্য জানতে চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।রোজিনার নামে কোনো ব্যাংকে হিসাব থাকলে অ্যাকাউন্ট খোলার ফরম, কবে খোলা হয়েছে, জমা, উত্তোলনসহ লেনদেন বিবরণী, অ্যাকাউন্টের স্থিতিসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে চিঠিতে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রোজিনা ইসলামের নাম চিঠিতে রোজিনা আক্তার লেখা রয়েছে। তার বাবার নাম মৃত মুসলিম মিয়া এবং মায়ের নাম মোছা. তাসলিমা বেগম। ঠিকানার স্থলে বরিশালের বানারীপাড়ার কুন্দীহার গ্রামের কথা লেখা রয়েছে।রোজিনা ইসলাম ছাড়াও চিত্রনায়িকা পরীমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরসহ আরও সাতজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ আগস্ট ২০২১ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ