Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আমার দু’চোখ থেকে আজ শুধু অবিরাম

অশ্রুর প্রবাহ গড়ায়,

আকাশকে বলেছি তাই,আজ যেনো তার মেঘ

বৃষ্টির ফোঁটা না ঝরায়।
পৃথিবীর আজ যতো কান্না,

আমি একা সব আজ কাঁদবো,

বেহাগের যতো সুর সাধনা,

আজ আমি একা সব সাধবো।
পৃথিবীর আজ যতো আছে শোক,

একা সেই শোকে হবো শোকাতুর,

বিলাপের আছে যতো মর্সিয়া,

আমি একা গেয়ে যাবো সেই সুর।
মাতমের যতো আছে সারগাম,

আমি আজ একা সুরে বাঁধবো,

বুকভাঙ্গা বেদনার বয়ে ভার

মাতঙ্গি মাতমে মাতবো।
পৃথিবীর আছে যতো জঞ্জাল

আজ আমি একা সব সড়াবো,

বিভেদের বিষ তুলে আমি একা

ভাইদের বুকে বুক জড়াবো।
পৃথিবীতে শ্রমিকের যতো শ্রম

কসরতে একা আমি ঘামাবো,

বিষাদের শিলাচাপা বুক থেকে

আমি একা সে পাথর নামাবো।
মানুষের কষ্টের তালিকার

সব দায় আমি একা মেটাবো,

আর যদি হয়ে যাই নিষ্ফল

প্রাণপাতে ধুলোতেই লুটাবো।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ আগস্ট ২০২১ /এমএম