Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মানুষের বুক চিড়ে সম্মুখপান উড়ে যায়
কালো চিল
রৌদ্রের উত্তাপ বাড়ে বলয়ে
কাঙ্গালের আকাল বাড়ে
মধ্যরাতের আকুতি,
সমর্পণ কেবল শব্দ
থেমে যায় মানবিক সংঘাতে।

ঢেউয়ে ঢেউয়ে আমাদের কথা হয়, খেলা হয়
আবার গুম হয় স্থিরচিত্র,
মাঝে মধ্যে নিজেকেই মনে
মহোল্লাসে যেন ভাগাড়ে কুকুর
আবার কখনো নিজেকে মনে হয় মেট্রোরেল
এলিভেটর, তুমি যেন ধানের গোলা।

তোমার দহন, বড়ই গোপন
পরিতাপ, যুদ্ধ শুরু হয়নি এখনও,
মৃত মানুষের ভিড় বাড়ছে
ব্যারাকবাড়ীতে বিস্ফারিত চোখ
আমি বাংলার শেষ নবাব,
গোল রুটির উপবাস
কে ভাঙ্গাবে আজ কার অভিমান?
তুমি না গোষ্ঠী, না দল
সারথিবিহীন রথ তুমি, সিংহের দেবী
তিমি মাছের দাঁতে আটকে আছি আমি
জলজ উদ্ভিদের মত।

আমি স্কোয়ার্ড, আমি মানুষ, ভোরের উপহার
অথচ আমার চোখে এখন স্থির বিদ্যুৎ
আমি যেন সলিটারি সেল,
একদিকে উঁচুপাড় শাড়ি
অন্যদিকে বুভুক্ষু পৃথিবী
রোদে পোড়া ঘাসের মত এক নাগরিক
রক্তে রক্তে তোলপাড়,
ঝলসে উঠে আয়ু
চারিদিকে তুলকালাম বাসি মরা
গ্যারান্টি নেই আজ কার কোন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ জুলাই ২০২১ /এমএম