Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌

১. ‘দিনে করে শতেক বিয়া, কাবিন নাহি হয়,
পোলা-মাইয়ার বাপ হেইতে, কোনো কালে নয়’।

২. ‘নদীর তীরে বাস, ভাবনা বারমাস’।

৩. ‘আম পাতা চিরিচিরি/ কাডোল পাতা খুচি,
ভাইয়া যদি ঘরে থাহে/ ভাউজে কততো খুশি’।

৪. ‘আনহল মালেক লতা, এই হল পাইলা কোথা,
রাজার রাজ্যেতে নাই, বাইন্যার দোকানে নাই,
হায়! সখি করবো কি! কৃষ্ণরে বলবো কি?’

৫. ‘জামাই আইছে কামাইয়া, ছত্তি ধরো নামাইয়া,
ছত্তির উপোর গামছা, তলোয় বিবির তামশা।’

৬. ‘পুষ্কুনিতে নাইরে মাছ, কি করিবে ছোপ,
যেই নারীর স্বামী নাই, কি করিবে রূপ’।

৭. ‘উপরেতে টুঙটাঙ, নগরের বাসা,
আদারে দেখ্ ছাও খায়, এ কি তামশা!’

৮. ‘উরপে দিয়া যায়রে পোক্ষি, নিচচে পড়ে ছায়া
দ্যাশের বন্ধু বিদেশ গ্যালে, কি যে লাগে মায়া’।

৯. ‘ব্যাগের মাইধ্যে কৈ মাছ, খচর-মচোর করে,
মনের মধ্যে বদ রাইখ্যা, মুখে আদর করে’।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮  জুলাই ২০২১ /এমএম