Menu

এবার বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। এতে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবেন তিনি।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।

জাতীয় সংসদে প্রতি বছর বাজেট পেশসহ বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী। কিন্তু এ বছর শারীরিকভাবে অসুস্থ থাকায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে বাজেট বক্তৃতার পুরোটা পাঠ করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তব্য পড়ে দেন।

অন্যদিকে হাসপাতাল থেকে সরাসরি সংসদের অধিবেশন যোগ দিয়ে আবারও সংসদ থেকে বেরিয়ে হাসপাতালে চলে যান অর্থমন্ত্রী। এ কারণে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটোত্তর সংবাদ সম্মেলন বক্তব্য রাখবেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ জুন ২০১৯/ এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ