প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::
মহসীন হোসাইন কিশোর
প্রিয় রবীন্দ্রনাথ,
আজ যদি আপনি বেঁচে থাকতেন
দেখতেন তাহলে, বাংলায় কত রবীন্দ্রনাথের চারা গজিয়েছে!
কেউ ধার নিয়েছে আপনার মুখয়াবব, কেহ সেজেছে ব্যাঙাচি।
ব্যাঙাচিদের ভাব এমন, ১৯১৩ তে থাকলে নোবেলটা তাদেরই প্রাপ্য ছিল।
তারা এটা জানেনা, যে কুয়োতে তারা বাস করছে সেই পৃথিবীতে মহাসাগর রয়েছে অনেক।
সংশয় এসব ব্যাঙাচিদের নিয়েই, অবয়ব যারা ধার নিয়েছে তারা তো সেরে উঠবে, কিন্তু, ওরা?
ওদেরতো আর শুকনো সবজি ছাড়া গতি নেই!
তবুও চাই, এসব ব্যাঙাচি মুক্ত থাকুক সোনার বাংলা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০১ জুলাই ২০২১ /এমএম
Array





