Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ রানো নেওয়াজ-এর গান মানেই ভিন্ন কিছু। উত্তর আমেরিকার শ্রোতাপ্রিয় এই শিল্পী দীর্ঘদিন পর একক সাংস্কৃতিক সন্ধ্যায় গাইলেন। মাতালেন তার গানে গানে সুরে সুরে।স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে এই শো অনুষ্ঠিত হয়।

এতে উত্তর আমেরিকার বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি দর্শক হিসেবে যোগ দেন ব্ল্যাক ডায়মন্ড হিসেবে খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন, দিলরুবা খান, নাজু আখন্দ, মোস্তফা অনিক রাজ এবং সিনিয়র সাংবাদিক বুলবুল আহমদসহ আরও অনেকে।

প্রচারের আড়ালে থাকা প্রবাসী এই কণ্ঠশিল্পী নিভৃতে থেকে সুরের সাধনা করে চলেছেন বহু বছর যাবৎ। সন্ধ্যা ৯টা ৪৫ মিনিটে স্টেজে এসে প্রথমেই দেশাত্মবোধক গান-সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি এই গান শোনান। গান শেষে করতালি আর উল্লাসে ফেটে পড়েন হাজার হাজার দর্শক-শ্রোতা। এরপর রবীন্দ্র ও নজরুল সঙ্গীত দিয়ে শুরু করে একে একে বিভিন্ন ধারার গান পরিবেশন করে দর্শকদের পুরোটা সময় মন্ত্রমুগ্ধ করে রাখেন।

প্রায় পৌনে তিন ঘণ্টার শোতে রানো নেওয়াজের করা ২৫টি গানের মধ্যে আরও ছিল ফোক, ক্লাসিক, লোকগীতি, পুরোনো দিনের ছায়াছবির গান, পুরোনো হিন্দি, পাঞ্জাবি, চট্টগ্রাম ও সিলেটের (আইলারে নয়া দামান) আঞ্চলিক গান।

চট্টগ্রামে ওস্তাদ মিহির লালার হাত ধরে রানো নেওয়াজ-এর গানের সূচনা। এরপর বাংলাদেশের একাধিক স্বনামধন্য ওস্তাদের কাছে রবীন্দ্র, নজরুল, ফোক ও লোক সঙ্গীতের তালিম নেন তিনি। তিনি চট্টগ্রাম বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ছিলেন। তার রয়েছে একাধিক অ্যাওয়ার্ড। রানো নেওয়াজ পড়ালেখা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অ্যামেরিকায় গিয়ে কসমেটলজির ওপর গ্রাজুয়েশন করেন তিনি।

আয়োজক সংস্থা শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম এবং গোল্ডেন এইজ-এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ দর্শকদের ধন্যবাদ জানান। তারা বলেন, উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংগীত পিপাসুদের মৌলিক বাংলা গানের স্বাদ দেয়ার লক্ষ্যেই তাদের এ প্রয়াস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, জেবিবি’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান, বাংলাদেশ ক্লাবের নুরুল আমিন বাবুসহ অনেকে। গান শুনে উপহার হিসেবে রানো নেওয়াজ-এর হাতে একটি চেক তুলে দেন আমেরিকা প্রবাসী ডা. সারওয়ার হাসান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ জুন ২০২১ /এমএম