Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌

ভাবছি সম্ভাব্য আসন্ন শীতে
ডোমেস্টিক পাখি হব,
সেদিনও যদি কড়া রোদ থাকে
কিম্বা বৃষ্টির বাড়াবাড়ি,
অসহ্য সুখ গুলোকে সযত্নে সাজিয়ে উঁচুতে রাখবো
সকাল, সন্ধ্যা ড্রাগন পাহাড়ে তোমাকে তুমুল ভাববো
আর তুমি ময়ূর সেজে চকচকে শুক্লপক্ষে নাচবে
আমি আন্দামান নিকবর থেকে
পুরাতন শোধবোধ ভুলে
জমাট বাটারস্কচ, ম্যারিনেট চিকেন
সেই সাথে ইমনরাগের মধ্যমা যোগ
নিঝুম রাতে আমি ভেসে আসবো
ফিঙের গায়ের ঘ্রাণে
ওটাই হবে মধ্যাহ্নের প্রথম ঘোড়ার ডাক।

আমি এখন বড় ক্লান্ত, মেয়াদী সূর্য,
রঙে কোনো বশ্যতা নেই, তৃষ্ণায় গোধূলি নেই
আছে শুধু বৃষ্টির গন্ধ, জোনাকির ছমছম
পূবাল হাওয়ার উত্থান এই গোধূলি সীমানায়।

একলা পুড়ছি
মনে হয় এটাই রোদের সময়, চৈত্রমাস
আকাশে আভাসে মন ভাসে
শহরে এখন কোলাহল
আলিশান গ্রানাইড, গ্রাফিক গুহাচিত্র
যেখানে অন্ধকার থেমে আছে
অবাধ্য ঘুম, ভাদ্রের বিবিধ ফসল
প্রোটন, ইলেকট্রন, মগ্ন ঠোঁট,
এসো গোলাপে গোলাপে মিতভাষী হই
চেনা কোনো তাপ আর সংলাপ বুনোঘ্রাণে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ জুন ২০২১ /এমএম