Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌

এখন রাতগুলো বেসামাল স্বপ্ন দেখে
হিংসার সীমানা পেরিয়ে,
জেগে থাকা আকাশের তারার মতো
কবিতার পথ ধরে হাঁটে ভাংগা বেহাগের সুর,
দ্রাঘিমার কল্পরেখায় পথ হারায় বারবার।

ঝুমুর ছন্দে হৃদয় নাচে যেন এক কিশোরী হয়ে
বৃত্তান্তে হারায় তাল লয়,
অপরিচিত সব বোলে
অচেনা লাগে চেনা অঙ্কুশ, অঞ্জলি বা অরাল মুদ্রা।

আচমকা বিদ্রোহে রাত খোঁজে তার নিশানা
যোজন দূরে মিল্কিওয়ে ধরে,
শেলি কিংবা কিটসের হাত ধরে
এক অদ্ভুত ইচ্ছে জাগে,
হতে চায় মন অ্যান্তোনিও গ্রামসি।

রাত্রিরা ঘুমিয়ে পড়ে নিশ্চুপ
রাত্রির কোলে মাথা রেখে,
বোঝেনা মন কঠিন কাব্যিক চয়ন,
মানুষ হয় না শেষ একালে বা সেকালে কিংবা
ধার করা কবিতার স্বপ্ন নিয়ে বেঁচে থাকা বড় কঠিন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ জুন ২০২১ /এমএম