বাংলানিউজসিএ ডেস্ক :: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।
রোহিঙ্গাদের নিজ বাসভূমে ফেরাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টিসহ আন্তর্জাতিক ইস্যুতে ফলপ্রসূ আলোচনা করেন তারা। রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে জাতিসংঘ মহাসচিব কাছে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১২ জুন ২০১৯/ এমএম