Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হলে প্রথমেই ফুসফুস আক্রান্ত হয়। ফলে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। কী কী উপসর্গ দেখে বুঝবেন, আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে? কোন কোন সমস্যা দেখলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন? জেনে নিন এই প্রতিবেদনে।

শ্বাসকষ্ট

অক্সিজেন কমে যাওয়ার একেবারে গোড়ার উপসর্গ। ফুসফুসে এই ভাইরাস ছড়িয়ে পড়লে অনেকেরই অল্প শ্বাসকষ্ট শুরু হয়।

বুকে ব্যথা

অক্সিজেনের অভাব হলে বুকে অল্প ব্যথা বা চাপ অনুভব হয়।

ভাবনায় গোলমাল

চিন্তার গতিপ্রকৃতি এলোমেলো হয়ে যাওয়াও শরীরে অক্সিজেন কমে যাওয়ার অন্যতম লক্ষণ।

নাকের ফুটা বড় হয়

অক্সিজেনের অভাব হলে শরীর আরও বেশি বাতাস টানতে চায়। ফলে প্রতিবর্তক্রিয়াতেই নাকের ফুটো বড় করার প্রবণতা দেখা দেয়।

কালচে ঠোঁট

অক্সিজেন কমে গেলে ঠোঁট শুকিয়ে আসে। কালচে হয়ে যায়।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ জুন ২০২১ /এমএম