Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কারের ৪৮তম বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার যথাযথ মর্যাদায় নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে মিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে মিশনের কর্মকর্তা কর্মচারীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মিশন চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় হাইকমিশনার বলেন, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখে বিশ্বনন্দিত নেতায় আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু। যে কারণে সারা বিশ্ব আজ তাকে গর্বের সঙ্গে স্মরণ করছে।’তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনায়ও অংশ নেয় দিল্লি হাইকমিশন। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বা লুচির সঙে পরিবেশন করুন মজাদার কাশ্মীরি আলুর দম।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ মে ২০২১ /এমএম