বাংলানিউজসিএ ডেস্ক :: দীর্ঘদিন বাবার চাকরি নেই। বাড়িতে আর্থিক অনটন বেড়েই চলেছে। এমন অবস্থায় বাবার চাকরি ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৩৭ বার চিঠি লিখেছে এক ছাত্র।
ওই ছাত্রের নাম সার্থক ত্রিপাঠী। সে উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। চিঠিতে পারিবারিক সমস্যার কথা বিস্তারিতভাবে লিখেছে সে। কেন সে বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলছে তারও বিস্তারিত বিবরণ রয়েছে চিঠিতে।
সার্থকের বাবা উত্তরপ্রদেশ স্টক এক্সচেঞ্জের কর্মী ছিলেন। তার পরিবারের অভিযোগ কিছু সহকর্মীর কারসাজিতে এখন আর সেই চাকরি নেই।
বাবার চাকরি ফিরে পেতে গত তিন বছর ধরে মোদির কাছে চিঠি লিখছে সার্থক। কিন্তু এখনো কোনও চিঠির জবাব এসে পৌঁছায়নি। তবুও হাল ছাড়তে রাজি নয় উত্তরপ্রদেশের এই কিশোর।
সার্থক বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী আমার চিঠির জবাব দেবেন। বাবা যাতে চাকরি ফিরে পান সেই ব্যবস্থাও তিনি করবেন। যাদের কারণে বাবা কর্মহীন তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন বলে আশা করেন সার্থক।
বাংলানিউজসিএ/ঢাকা/০৮ জুন ২০১৯/ইএন