প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::
“মানব ধর্ম”
কিরন বনিক শংকর
মন্দিরে শঙ্খ আর মসজিদে আযানের ধ্বনি,
বেড়ে উঠেছি মোরা চারিপাশে এইসব শুনি।
মন্দিরে হবে পূজা আর মসজিদে নামাজ,
এইতো ছিল অতি সুন্দর মোদের সমাজ।
আনন্দে সবাই মত্ত থাকতাম ঈদে কিংবা পূজায়,
মধুর এমন দিনগুলি সব যাচ্ছে হারিয়ে কোথায়?
বিশ্ব এগুচ্ছে দুর্বার গতিতে গ্রহ থেকে গ্রহান্তরে,
কেউবা ফিরে চাচ্ছে যেতে মধ্যযুগীয় অন্ধকারে।
ছিলামতো সুখে সবাই মিলে নিজ নিজ ধর্ম নিয়ে,
বিষিয়ে দিচ্ছে সমাজটাকে নব্য সব ফতোয়া দিয়ে।
ধর্ম দিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া যায় না,
ব্যার্থ হয়েছে পূর্বে সবাই, চেষ্টা যে হয়নি তা কিন্তু না।
ধর্ম রক্ষা ও পালনই যদি জীবনের মুখ্য উদ্দেশ্য হয়,
স্বধর্মের দেশ ছেড়ে ভিন ধর্মের দেশে কেন থাকতে হয়?
ধর্মকে করে পুঁজি যতবার শান্তির ডাক এসেছে,
অদ্যাবধি তাহার তরেই সর্বাধিক রক্ত ঝড়েছে।
ধর্ম দিয়ে চলছে দেশ আর শান্তির বন্যা সেথায়,
এমন দেশটি বিশ্বজুড়ে দেখাও আমায় কোথায়?
ধর্মই যদি হয় সকল জীবের ভাল থাকার মন্ত্র,
যুগে যুগে ধর্মই কেন আবার মানুষ মারার যন্ত্র।
তাই বলি ভাই, করিতেই হয় যদি স্ব স্ব ধর্ম পালন,
সবার আগে করিও অন্তরে মানব ধর্মের লালন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ এপ্রিল ২০২১ /এমএম





