“এমন যদি হতো”
কিরন বনিক শংকর
এমন যদি হতো,
মরুভূমির বালিগুলো সব মুরি,
সমুদ্রের জল সব দুগ্ধ হয়ে যেতো।
এমন যদি হতো,
ধরিত্রীর সকল স্বর্ন গলে ও মুদ্রা জ্বলে ছাই,
সকল দালান মাটিতে মিশে যেতো।
এমন যদি হতো,
সকল পয়গম্বর আর অবতার এক হয়ে,
সব মানুষের ধর্ম এক করে দিতো।
এমন যদি হতো,
ধনী-গরিব, সাদা-কালো, দূর্বল-সবল
বিশ্বময় সবাই এক হয়ে যেতো।
এমন যদি হতো,
জরা-ব্যাধি, সকল ভাইরাস মুক্ত হয়ে,
পৃথিবী শান্তি ফিরে পেতো।
এমন যদি হতো,
সবাই সমান সুযোগ,খাবার, আরাম-আয়েশ
বেঁচে থাকার অধিকার পেতো।
এমন যদি হতো
মাটিতেই তু মিশতে হবে ভেবেও যদি
সবাই একে অপরের বন্ধু হয়ে যেতো।
Array





