প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আট বছরে পদার্পণ করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন যমুনা টিভি। সোমবার টিভিটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে জন্মদিনের আয়োজন করা হয়। এতে আগত অতিথিরা শ্রদ্ধাভরে স্মরণ করেন যমুনা টিভির স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে।
আগতরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন যমুনা টিভি। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যমুনা টিভি প্রান্তিক জনগোষ্ঠীর গ্রহণযোগ্যতা পেয়েছে। সংবাদভিত্তিক চ্যানেল যমুনা সবার প্রথম পছন্দ।
যমুনা ফিউচার পার্কের যমুনা টিভির নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। করোনার কারণে সীমিত পরিসরের আয়োজনে হাজির হন যমুনা টিভির সারথিরা। আয়োজনের শুরুতে যমুনার স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
যমুনা গ্রুপের অন্যতম পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশন) আলমগীর আলম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, যমুনা টিভির পথচলা শুরুর পর থেকে আজ পর্যন্ত সারাবিশ্বের বাঙালি দর্শকদের হৃদয় জয় করেছে। ভবিষ্যতে এ টিভি আরও দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করি।
যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ বক্তব্যের শুরুতেই টিভির ম্যানেজমেন্টের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিটি কর্মীর নিরলস পরিশ্রমের কারণেই আজকে যমুনা টিভি দেশের এক নম্বর জায়গায় আসতে পেরেছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৬ এপ্রিল ২০২১ /এমএম





