Menu

“জীবন মানেই যাত্রা”
কিরন বনিক শংকর

টাকা-কড়ি, বাড়ি-গাড়ি যেতে হবে সবই ছাড়ি,
তবুও কেন তার লাগিয়া করো কাড়াকাড়ি?
ক্ষমতা আর টাকার বড়াই কিছুই রইবে না,
তুমিও যাবে আমিও যাবো কেউই থাকবো না।
জীবন নামের যাত্রা পালায় আমরা সবাই চরিত্র,
অভিনয়ে যাই থাকুক নিজেকে রাখিও পবিত্র।
পালা কিন্তু হবেই সাঙ্গ এবং মঞ্চও হবে শুন্য,
কিছুতো একটু করো সঞ্চয় পরের পর্বের জন্য।
কাল কি হবে কে জানে? তাই বলছি শোন,
প্রতিমুহুর্তে বাঁচো রে ভাই নিশ্চয়তা নাই কোন।


Array