Menu

লাশ
নীলুফা আলমগীর

বৈধ-অবৈধ মানে না বেকারত্বের অভিশাপ
দেশ ছেড়ে তাই অচেনা দুর্গম প্রান্ত পেড়িয়ে
বনজঙ্গল, পুকুর, নদীর কিনারা মাড়িয়ে
ভাগ্যান্বেষনের প্রত্যাশায় শুধু ছুটে বেড়ায়,
নীলাভ মহাসাগরের বুকের উপর দাঁড়িয়ে
অলক্ষিত ভাসমান সুখের আশায় বুক বাঁধে
স্বাচ্ছন্দতাপূর্ণ নিশ্চিন্ত জীবনের সন্ধানে।

নিশুতি রাত, ঘন অন্ধকার, ফেনায়িত উর্মি
রাবারের নৌকা, কনুইয়ে কনুইয়ে ঠুকাঠুকি
অনভ্যস্ত অনিশ্চিত ভবিষ্যত জীবনের ঝুঁকি
তবু্ও তো দিতে হবে এ মহাসাগর পাড়ি,
হঠাৎ শান্ত সাগর উটকো রোষে উত্তাল
বিদ্রোহ করে অতিরিক্ত ভারবাহী সাম্পান
হতবিহ্বল যাত্রীর নোনাজলে পেট ভারি।

ভূমধ্যসাগরের মাথার উপরের নীল আকাশ
চেয়ে চেয়ে দেখে, কি মর্মান্তিক ভাবে
ফুরিয়ে যায় দুরন্ত জীবনের সব বাতাস;
উন্নয়নের জোয়ারের জোর দাবির কাছে
সফেদ কাফনে জড়িত ওদের মৃতদেহ
একটি প্রশ্ন রেখে যায়, আর কতদিন
বাবারা বহন করবে ডুবে যাওয়া ছেলের লাশ?
মে ২৫,২০১৯।

বাংলানিউজসিএ/ঢাকা/২৯ মে ২০১৯/এমএম


Array