Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। তবে এ বছর এই সময়ে বৃষ্টিপাত সেভাবে হয়নি। চলতি মার্চ মাসেও দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ফলে এবার বর্ষার আগ পর্যন্ত তাপমাত্রা গত বছরের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার বিকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসার পারভীন চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে এই তথ্য জানান।আবহাওয়াবিদ জানান, চলতি মাসে দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা খুবই সামান্য পরিমাণ।

চলতি বছর সর্বোচ্চ তাপমাত্রা কত হতে পারে জানতে চাইলে কাওসার পারভীন বলেন, ‘সেটি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে গত বছরের চাইতে এ বছর তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বৃষ্টিপাত নেই। তাই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।’

মার্চের আবহাওয়ার পূর্বাভাস জানাতে গিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘এখন বর্ষার আগের সময়। এই মৌসুমে বৃষ্টি কম হবে। তবে বৃষ্টির সঙ্গে বাতাস, ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রাও প্রায় একই রকম থাকবে।’

এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য মতে, মার্চে সিলেটে ৩৯ মিলিমিটার ও শ্রীমঙ্গলে ৩১ মিলিমিটার, ময়মনসিংহে ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যত্র তেমন বৃষ্টিপাত হয়নি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ মার্চ ২০২১ /এমএম

 


Array

এই বিভাগের আরও সংবাদ