Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ ইমরান মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেসটন টিংসং এর দপ্তরে (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন।ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ ইমরান দ্বি-পাক্ষিক গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিদর্শনের লক্ষ্যে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য সফর করছেন।

বৈঠকে হাই কমিশনার দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের পথে অনেকদূর অগ্রসর হয়েছে এবং অর্থনৈতিকভাবে অনেক সুদৃঢ় অবস্থানে রয়েছে।

বৈঠকে উপ-মূখ্যমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে মেঘালয়-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নতুন সীমান্ত হাট এবং স্থল শুল্ক ষ্টেশন স্থাপনের প্রস্তাব করেন।এ সময় মুহাম্মদ ইমরানের সাথে বৈঠকে গৌহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারি হাইকমিশনার ও বাংলাদেশ হাই কমিশন নয়া দিল্লীর প্রথম সচিব উপস্থিত ছিলেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ ফেব্রুয়ারি ২০২১ /এমএম