Menu

 

 

“আমার শহর”
কিরণ বণিক শংকর

শত-সহশ্র মাইল পাড়ি দেই মোরা পাহাড়-নদী দেখবো বলে,
কভু কি দেখতে চেয়েছি ঘরের কোনের মনোরম দৃশ্য চক্ষু মেলে?
শুভ্র মেঘ এসে মিলে যায় যখন বরফে ঢাকা পাহাড়ের গায়ে,
সেই পাহাড়টাও তখন ঘুমিয়ে পড়ে আকাশের গায়ে হেলান দিয়ে।
উদয়-অস্তে কিরণ যখন চিকচিক করে সেই পাহাড়ের চূড়ায়,
এমন দৃশ্য দৃশ্যিত হয় কেবল কাণ্ছনজঙ্ঘা বা হিমালয়ায়।
সুউচ্চ চূড়ায় উঠতে না পেরে যাই যখন তারই তলায়,
পেসিফিকের হাওয়া পর্বত পেরিয়ে মোদের প্রানটা জোড়ায়।
হেমন্তে তার পাদদেশে রঙের মেলা বসে গাছের পাতায় পাতায়,
মনে হয় যেন কোন শিল্পীর ছবি রয়েছে আঁকা তার আঁকার খাতায়।
বাড়ীর পাশেই এমন দৃশ্য ভাবতে কি কেউ পারেন?
পুত্র -কন্যা, স্ত্রীকে নিয়ে আজই বেড়িয়ে পরেন।
পাহাড়-নদী, লেকে ঘেরা আমার শহর, তোমার উপমা তুমি,
এই সৌন্দর্যে অভিভূত হয়ে মনে পড়ে কেবল ফেলে আসা আমার জন্মভূমি।
প্রকৃতির এই লীলাভুমি দেখতে যেন হয় না কারো দেরী,
আমন্ত্রণ আজি সবাইকে দেখে যান কি সুন্দর আমাদের শহর কেলগেরী।।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০২১/এমএম


Array