Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক সমাবেশে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।নিউইয়র্ক স্টেট বিএনপির ব্যানারে অনুষ্ঠিত হলেও বৈরি আবহাওয়া উপক্ষো করে যুক্তরাষ্ট্র বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ সমাবেশে যোগ দেন।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, দপ্তর সম্পাদক আমানত হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এস আলম, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আসাদউল্লাহ, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান খোকন, জাফর তালুকদার, দেওয়ান কাওসার, শহীদুল ইসলাম শিকদার, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর, অপু কবীর, শাহাদৎ হোসেন রাজু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর। যারা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। এমন সিদ্ধান্ত গোটা দেশবাসী অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৭ ফেব্রুয়ারি ২০২১ /এমএম