বাংলানিউজসিএ ডেস্ক :: সম্প্রতি পথচলা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকভিত্তিক সাহিত্য চর্চাগ্রুপ ‘রেনেসাঁ’। যার স্লোগান ‘সৃজনশীলতার দর্পণ’। মূলত এই লেখক ফেরামের মাধ্যমেই অনলাইনে এই যুগের নতুন সব লেখক/ কবি/ সাহিত্যিক/ বাচিক শিল্পী ও অন্যান্য ক্ষেত্রে যোগ্যদের সামনে নিয়ে আসতে সংগঠনটি।
যে বিষয়ের ওপর চর্চা হবে সেগুলো হলো:
– বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি,
– মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা,
– কবিতা-আবৃত্তি-গান,
– কথাসাহিত্য,
– বরেণ্য ব্যক্তিত্ব,
– সভ্যতা,
– ভাষা চর্চা
গত মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২২ মে ২০১৯/ এমএম
Array