Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: করোনা মহামারির কারণে গেল বছরটা ছবি মুক্তির খরায় কাটলেও ২০২১ সাল হতে পারে বলিউডে মুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য বছর। কারণ এ বছর মুক্তির তালিকায় রয়েছে বেশকিছু চমৎকার গল্প ও আকর্ষণীয় জুটির ছবি।

অর্থাৎ এ বছর মুক্তি পাচ্ছে দুই বছরের উল্লেখযোগ্য ছবিগুলো। আর এ কারণে একই তারকার একাধিক ছবি মুক্তি পাবে চলতি বছর। সে হিসেবে বলিউডে বছরটি হবে অক্ষয়-রণবীর-দীপিকার। তবে প্রভাবশালী তারকা শাহরুখ, সালমান, আমির খানরাও এ বছর রাজত্ব করবেন বলিউডে- এটাও বলা যায়।

এ বছর আলোচিত ছবিগুলোর মধ্যে শুরুতেই মুক্তি পাবে ‘আতরাঙ্গি রে’। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলী খান। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি এটি মুক্তির কথা রয়েছে। ছবিটি পরিচালনা করছেন আনন্দ এল রাই।

অক্ষয় কুমার অভিনীত আরেকটি ছবি ‘বেল বটম’ আলোচনায় রয়েছে শুটিংয়ের সময় থেকেই। এতে তার সঙ্গে আছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। কিছুদিন আগে ছবিটির শুটিং শেষ হয়েছে। ২ এপ্রিল এটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

সালমান খান অভিনীত ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি গেল বছর ঈদে মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে শুটিং শেষ না হওয়া ও প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ছবিটি এ বছরের ঈদুল ফিতরে মুক্তির কথা ভাবছেন পরিবেশক। এতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ এবং রণদীপ হুদা প্রমুখ।

টাইগার শ্রফ অভিনীত ‘হিরোপান্তি-টু’ ছবিটি মুক্তি পাবে ১৬ জুলাই। এতে তার বিপরীতে আছেন তারা সুতারিয়া। আহমেদ খান পরিচালিত এ ছবি ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিরোপান্তি’ ছবির সিক্যুয়াল।

ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে নির্মিত হয়েছে ‘ময়দান’ ছবিটি। এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে বিশেষ অবদান রাখেন তিনি। ছবিটির গল্পে সেই গৌরবময় অধ্যায় তুলে ধরা হবে। এতে আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। আগামী ১৫ অক্টোবর এটি মুক্তি পাবে। যশরাজ ফিল্মসের ‘পাঠান’-এর আকর্ষণ শাহরুখ খান।

সিদ্ধান্ত আনন্দ পরিচালিত ছবিটি এ বছর দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। এ ছবিটি শাহরুখের ভাগ্যবদলের ছবি হিসেবেও বলছেন অনেকে। তবে তার জন্য মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। অক্ষয় কুমার অভিনীত আরেক ছবি ‘রক্ষা বন্ধন’। আনন্দ এল রাই পরিচালিত এ ছবি ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

আমির খানের ছবি মানেই বিশেষ চমক। এ বছর ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তার অভিনীত ‘লাল সিং চাড্ডা’। অদ্বৈত চন্দন পরিচালিত এ ছবিতে তিন খানকে একত্রে দেখা যাওয়ার কথা রয়েছে। সঙ্গে রয়েছেন কারিনা কাপুর।

রোহিত শেঠির অ্যাকশন ড্রামা ছবি ‘সূর্যবংশী’ এ বছর ২১ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ প্রমুখ।

কঙ্গনা রানাউত অভিনীত ‘থালাইভি’ ছবিটি অভিনেত্রী-রাজনীতিক জয়ললিতার জীবনী নিয়ে নির্মাণ করেছেন এ. এল. বিজয়। ছবিটি একই সঙ্গে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে চলতি বছরই দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। নাগ অশ্বিন পরিচালিত একটি সায়েন্স ফিকশন ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাষকে। নাম ঘোষিত না হওয়া লাভ রঞ্জন পরিচালিত একটি ছবিতে এ বছর দেখা যাবে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরকে। রোহিত শেঠির আরেকটি ছবি ‘সারকাস’ মুক্তি পাবে এ বছর। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর ও জ্যাকলিন ফার্নান্ডেজ। ফারহান সানজি পরিচালিত ছবি ‘কাভি ঈদ কাভি দীওয়ালি’তে দেখা যাবে সালমান খান ও পূজা হেগডেকে। এ ছাড়া চলতি বছর গুরমিত সিং পরিচালিত ‘ফোন-ভূত’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও ইশান খট্টরকে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/০৭ জানুয়ারি ২০২১ /এমএম