Menu

নীল নির্জনে

বাংলানিউজসিএ ডেস্ক :: নীল আকাশের নিচে স্বচ্ছ সমুদ্র। নির্জন সৈকতে রাশি রাশি সাদা বালু। প্রবল বাতাসে সমুদ্র ঊর্মিমালার ফেনা তোলা মাতামাতি। নির্জনতায় বিশুদ্ধভাবে প্রকৃতির গান শোনা আর শেষ বিকেলের সোনা রোদের আলোর রঙে আঁকা জলছবি দেখা। এখানকার দৃষ্টিনন্দন ঝাউবনে ঘেরা অপরূপে শোভিত নির্জন সৈকতে এসে ভালো লাগার ষোলো আনাই পাওয়া যাবে। এসব কিছু মিলবে শামলাপুর সমুদ্রসৈকতে। এ জন্য আপনাকে যেতে হবে কক্সবাজারের টেকনাফের কাছে বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে। পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কোথাও বের হবেন ভেবে থাকলে শামলাপুরকে আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। তার আগে চলুন, ঘুরে আসি নির্জন সমুদ্রসৈকত শামলাপুর।

টেকনাফ থেকে হোয়াইক্যং সড়ক ধরে ২০ কিলোমিটার দূরত্বে শামলাপুর। আমরাও টেকনাফ থেকেই যাত্রা শুরু করেছিলাম। হোয়াইক্যং সড়ক ধরে কিছুটা পথ এগিয়ে ধমধমিয়ার পথে চলা শুরু করি, পাহাড়ি পথ। দুই পাশের পুরোটাই ঘন জঙ্গল। জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। পথ চলতে চলতে চোখে পড়ে রাস্তাজুড়ে শিশুদের খেলাধুলা আর কাঠ কুড়ানোর দৃশ্য। পুরো পথটাই যেন সবুজে মোড়া। অনেক নাম না জানা ফুলের সঙ্গে নীল বনলতা চোখে পড়ে। এভাবেই জাদিমুরা, লেদা, মুচনি, রঙ্গীখালি ও মৌলভিপাড়া পেছনে ফেলে লাতুরিখোলায় এসে যাত্রাবিরতি নিই। লাতুরিখোলার আশপাশে পাহাড় ছাড়া আর কিছু নেই। এখানে জীবন অনেক ধীরস্থির। বেশির ভাগ বাসিন্দাই চাকমা সম্প্রদায়ের।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ মে ২০১৯/ এমএম


Array