প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিবাহবার্ষিকী উদযাপন করতে সুন্দরবন বেড়াতে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তাদের সঙ্গে ছিল ছোট্ট আইরাও।
গত বছরের ৬ ডিসেম্বর সৃজিতের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মিথিলা। গতকাল রোববার ছিল তাদের প্রথম বিয়েবার্ষিকী। বিশেষ এই দিনটি উদযাপন করতে তারা সুন্দরবনে যান।
নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন সৃজিত। ক্যাপশনে লিখেছেন, ‘বনের দিনরাত্রি’।মিথিলাও একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘এরইমধ্যে এক বছর হয়ে গেল! আমরা দুঃসাহসিক কাজ করেই চলেছি।’
কয়েকদিন আগে আইরা ও মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলেন সৃজিত মুখার্জি। সেসব ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন তারা।
প্রসঙ্গত মিথিলা ও সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। গত বছর বিয়ে করেন তারা। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়েছিল। কিন্তু তাদের ১১ বছরের দাম্পত্য জীবন টেকেনি। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। আইরা তাদের ঘরেরই সন্তান।
তবে সৃজিতকে বিয়ের আগে বাংলাদেশের নাট্যনির্মাতা ইফতেখার ফাহমির সঙ্গে মিথিলার বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ ডিসেম্বর ২০২০/এমএম





